১। সংখ্যা পদ্ধতি কাকে বলে?
উত্তরঃ কোনো
কিছু গণনা করে
তা প্রকাশ করার
জন্য কতিপয় সাংকেতিক
চিহ্ন ব্যবহার করা হয়।
কোন সংখ্যা লেখা
ও প্রকাশ করার
পদ্ধতিকে
সংখ্যা পদ্ধতি বলে।
০২। পজিশনাল সংখ্যা পদ্ধতি কী?
উত্তরঃ যে
সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে
সে
সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি।
০৩। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী?
উত্তরঃ নন-পজিশনাল
একটি প্রাচীন পদ্ধতি। বর্তমানের এই সংখ্যা
পদ্ধতির
ব্যবহার
নেই বললেই চলে। যে
সংখ্যা পদ্ধতির স্থানীয় মান থাকে
না সে
সংখ্যা পদ্ধতিকে নন-পজিশনাল
সংখ্যা পদ্ধতি।
০৪। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে?
উত্তরঃ 0 হতে 9 পর্যন্ত
দশটি মৌলিক চিহ্ন
নিয়ে যে সংখ্যা
পদ্ধতি গঠিত তাকে
দশমিক সংখ্যা পদ্ধতি
বলে।
০৫। দশমিক সংখ্যা পদ্ধতির মোট অংক কয়টি?
উত্তরঃ দশমিক সংখ্যা
পদ্ধতির
মোট অংক 10টি।
০৬। দশমিক
সংখ্যা পদ্ধতি বেজ
কত?
উত্তরঃ দশমিক সংখ্যা
পদ্ধতির
বেজ 10।
০৭। বাইনারি
সংখ্যা পদ্ধতি কাকে বলে?
উত্তরঃ 0 ও
1 এই দুই অংক
বিশিষ্ট
চিহ্ন নিয়ে যে
সংখ্যা পদ্ধতি গঠিত
তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি
বলে।
০৮। বাইনারি সংখ্যা পদ্ধতির মোট অংক কয়টি?
উত্তরঃ বাইনারি
সংখ্যা পদ্ধতির মোট অংক
2টি।
০৯। বাইনারি সংখ্যা পদ্ধতি বেজ কত?
উত্তরঃ বাইনারি সংখ্যা পদ্ধতির
বেজ ২।
১০। অকটাল সংখ্যা পদ্ধতি কাকে বলে?
উত্তরঃ 0 হতে 7 পর্যন্ত
মোট 8টি সংখ্যা
চিহ্ন নিয়ে যে
সংখ্যা পদ্ধতি গঠিত
তাকে অকটাল সংখ্যা
পদ্ধতি বলে।
১১। অকটাল
সংখ্যা পদ্ধতির মোট অংক কয়টি?
উত্তরঃ অকটাল
সংখ্যা পদ্ধতির মোট অংক
8টি।
১২। অকটাল
সংখ্যা পদ্ধতি বেজ কত?
উত্তরঃ অকটাল
সংখ্যা পদ্ধতির বেজ 8।
১৩। হেক্সাডেসিমেল
সংখ্যা পদ্ধতি কাকে বলে?
উত্তরঃ 0 হতে 9 ও A হতে F পর্যন্ত মোট ষোলটি
চিহ্ন বা সংখ্যা
নিয়ে যে সংখ্যা
পদ্ধতি গঠিত তাকে
হেক্সাডেসিমেল
সংখ্যা পদ্ধতি বলে।
১৪। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট অংক বা চিহ্ন কয়টি?
উত্তরঃ হেক্সাডেসিমেল
সংখ্যা পদ্ধতির মোট অংক
16টি।
১৫। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বেজ কত?
উত্তরঃ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির
বেজ 16।
১৬। হেক্সাডেসিমেল
সংখ্যা পদ্ধতি অংকগুলো কী কী?উত্তরঃ হেক্সাডেসিমেল
সংখ্যা পদ্ধতির অংকগুলো হলোঃ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D এবং F
১৭। 12 সংখ্যার বাইনারি মান কত?
উত্তরঃ 12 সংখ্যার বাইনারি মান 1100
১৮। চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে?
উত্তরঃ চিহ্ন বা
সাইনযুক্ত
সংখ্যাকে
চিহ্নযুক্ত
বা সাইনযুক্ত সংখ্যা বলে।
১৯। 1 এর পরিপূরক কত?
উত্তরঃ 1 এর পরিপূরক
0।
২০। 2 এর পরিপূরক কী?
উত্তরঃ কোন
বাইনারি
সংখ্যার
1 এর পরিপূরক এর সাথে
1 যোগ করলে যা
পাওয়া যায় তাকে
2- পরিপূরক
বলে।