২১। কোড কাকে বলে?
উত্তরঃ যে প্রক্রিয়ার
মাধ্যমে
বা সংকেতের মাধ্যমে বর্ণ, অংক
ও সংখ্যাগুলোকে মেশিনের ভাষায় প্রকাশ
করার ব্যবস্থা করা হয়
তাকে কোড বলে।
২২। BCD কোড এর পূর্ণরূপ লিখ।
উত্তরঃ BCD কোড
এর পূর্ণরূপ Binary Coded Decimal।
২৩।
BCD কোড কী?
উত্তরঃ BCD
একটি 4 বিট বাইনারি
ভিত্তিক
কোড। দশমিক পদ্ধতির
সংখ্যারকে
বাইনারি
সংখ্যায়
প্রকাশের
জন্য এ কোড
ব্যবহার
করা হয়।
২৪। EBCDIC এর পূর্ণরূপ লিখ।
উত্তরঃ EBCDIC
এর পূর্ণরূপ Extended Binary Coded Decimal
Interchange Code।
২৫। EBCDIC
কোড কী।
উত্তরঃ EBCDIC কোড হলো
আট বিটের বিসিডিক
কোড।
২৬। আলফানিউমেরিক
কোড কী?
উত্তরঃ কম্পিউটারের
জন্য তথ্য বা
নির্দেশকে
কয়েক ধরনের চিহ্ন
দিয়ে প্রকাশ করা
হয়।এর একটি হলো
বর্ণমালার
অক্ষর, যেমন- a-z, A-Z
এবং অন্যটি সংখ্যা
যেমন, 0-9, এবং আর
একটি হলো বিশেষ
চিহ্ন (যেমন- !, @, $, # ) ইত্যাদি। এ বিভিন্ন
ধরনের চিহ্নিত কোডকে আলফানিউমেরিক
কোড বলে।
২৭। ASCII
এর পূর্ণরূপ লিখ।
উত্তরঃ ASCII এর পূর্ণরূপ American Standard Code Information
Interchange ।
২৮। অ্যাসকি
কোড কী?
উত্তরঃ অ্যাসকি
হলো একটি বহুল
প্রচলিত
7 বিট কোড।যার বাম দিকের
৩টিকে জোন এবং
ডানদিকের
4টি বিটকে সংখ্যাসূচক
বিট বলে।
২৯। ইউনিকোড
কাকে বলে?
উত্তরঃ বিশ্বের সকল ভাষাকে
কম্পিউটারের
কোডভুক্ত
করার জন্য বড়
বড় কোম্পানিগুলো একটি মান
তৈরি করেছেন যাকে
ইউনিকোড
বলে।
৩০। ইউনিকোড
কত বিটের কোড?
উত্তরঃ ইউনিকোড 16 বিটের কোড।
৩১। জর্জ বুল কে?
উত্তরঃ জর্জ বুল একজন ইংরেজ গণিতবিদ তিনি গণিত ও যুক্তির মধ্যে সুসম্পর্ক রয়েছে তার সুনির্দিষ্ট বর্ণনা প্রদান করেন।তিনি “ম্যাথামেটিক্যাল অফ লজিক” নামে তাঁর একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেন।
৩২। বুলিয়ান অ্যালজেবরা কী?
উত্তরঃ জর্জ বুল “ম্যাথামেটিক্যাল অফ লজিক” নামে তাঁর একটি গবেষণা গ্রন্থ প্রকাশ করেন।ঐ গ্রন্থে যে যুক্তির ধারণা পাওয়া যায় তার নামানুসারে ঐ অ্যালজেবরার নামকরণ করা হয় বুলিয়ান অ্যালজেবরা।
৩৩। বুলিয়ান অ্যাজেবরার দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তরঃ নিম্নে বুলিয়ান অ্যাজেবরার দুটি বৈশিষ্ট্য দেওয়া হলো: ১। বুলিয়ান অ্যাজেবরায় শুধু 1 ও 0 দুটি অংক ব্যবহৃত হয়। ২। এ অ্যালজেবরায় শুধু যৌক্তিক গুন ও যোগের সাহায্যে গাণিতিক কাজ করা যায়।
৩৪। বুলিয়ান চলক কী?
উত্তরঃ ডিজিটাল লজিকে দুই ধরণের বাইনারি অংক যথা 0 ও 1 ব্যবহৃত হয় এই অংক গুলোকে বুলিয়ান চলক বলে। বুলিয়ান চলকের মান ০ ও ১ হতে পারে।
৩৫। বুলিয়ান স্বতঃসিদ্ধ কী কী নিয়ম মেনে চলে?
উত্তরঃ বুলিয়ান স্বতঃসিদ্ধসমূহ যৌক্তিক যোগ ও গুনের নিয়ম মেনে চলে।
৩৬। বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে?
উত্তরঃ বুলিয়ান অ্যালজেবরায় শুধুমাত্র বুলিয়ান যোগ ও গুণের সাহায্যে সমস্ত অংক করা যায়।যোগ ও গুনের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেবরা কতকগুলো নিয়ম মেনে চলে।এ নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে।
৩৭। দ্বৈত নীতি কী?
উত্তরঃ AND এবং OR অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে দ্বৈত নীতি বলে।
৩৮। বুলিয়ান পূরক কাকে বলে?
উত্তরঃ বুলিয়ান অ্যালজেবরায় যেকোন চলকের মান 0 বা 1 হতে পারে।এ 0 এবং 1 কে একটি অপরটি বুলিয়ান পূরক বলা হয়।
৩৯। সত্যক সারণি কী?
উত্তরঃ যে সকল টেবিল বা সারণির মাধ্যমে বিভিন্ন গেইটের ফলাফল প্রকাশ করা হয় অর্থাৎ লজিক সার্কিটের ইনপুটের উপর আউটপুটের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যক সারণি বলে।
৪০। লজিক গেইট কাকে বলে?
উত্তরঃ যেসব ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ সে সব সার্কিটকেই লজিক গেইট বলে।