তুমি যখন ফেইসবুকিং করে তোমার অলস বিকেল টা কাটিয়ে দিচ্ছো, তোমারই কোনো বন্ধু সে সময়ে পেটের দায়ে বা বিবেকের দায়ে টিউশনি করাচ্ছে। . তুমি যখন আড্ডায় কিংবা কার্ড খেলে রাত জাগছো,তোমারই কোনো বন্ধু রুমের দরজা বন্ধ করে নিরলস খেটে যাচ্ছে স্বপ্ন পূরণে। . ভোর ৫ টায় যখন তোমার মধ্য রাত, তোমারই কোনো বন্ধু ধর্মীয় কার্যাবলী সেরে হাড়ভাঙ্গা প্রস্তুতি নিচ্ছে আগামীর যুদ্ধের জন্য। . তুমি যেখানে ঘুম থেকে উঠে কোনোরকম এ দাঁত ব্রাশ করে ক্লাসে যাচ্ছো এটেন্ডেন্স এর জন্য, লাস্ট বেঞ্চে বসে ঘুমাচ্ছো, তোমারই কোনো বন্ধু কোনো নিপুণ সাংবাদিক এর মতো টুকে নিচ্ছে ক্লাস নোট গুলো। . তুমি যখন ক্লাসের ফাঁকে ডিপার্টমেন্ট এর ফ্রি ওয়াইফাই তে সফটওয়্যার আপডেট করছো, তোমার কোনো ফ্রেন্ড লাইব্রেরি তে বসে ক্লাসের লেকচারের নোট বানাচ্ছে। . তুমি যখন বাপের টাকায় ধূমপান করে দিব্যি চলে যাচ্ছো, তোমারই কোনো বন্ধু হলের ডাইনিং এর খাদ্যরূপ অখাদ্যগুলো দিয়ে উদরপূর্তি করছে। . এই পরিশ্রমী, উদ্যমী, সংগ্রামী ছেলেগুলো জীবনে সফল হবেনা কি তুমি হবা? প্রকৃতি খুব,খুব,খুবই সুবিচারক। তুমি যাই করবা তার-ই ফল পাবা। . সফলতার কোনো শর্টকাট পথ নেই, সফলতা কোনো ঠিকানাও না। সফলতা একটা যাত্রা যেখানে তোমাকে হাঁটতে হবে অনেকটুকু পথ। . চেষ্টা চালিয়ে যাও নিরলস, সফলতা আসবেই,
Previous Post Next Post